মনোরঞ্জন মোহন্ত, ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটে একই পরিবারের তিন জন কোভিড-১৯ (করোনাভাইরাস) আক্রান্ত হয়েছে। উপজেলার রানীগঞ্জ সিংড়া গ্রামের অবসর প্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা ডাঃ মোজাফ্ফর রহমানের পুত্র রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দিনাজপুরের হাকিমপুর (হিলি) শাখার ব্যবস্হাপক মাইদুল ইসলাম (৩৮), মোজাফ্ফর রহমানের বড় ভাতিজা আজিজার রহমানের পুত্র নাইমুর রহমান (২৩), ছোট ভাতিজা আমিরুল ইসলামের পুত্র সানজিদ রহমান (১৬)। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও প, প, কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ওই তিন টি বাড়ি সহ আশ পাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষনা করেছেন। ঘোড়াঘাট উপজেলায় মোট আক্রান্ত সংখ্যা ২৬ জন, দিনাজপুর সিভিল সার্জন অফিস তথ্য অনুযায়ী।