Home » » পঞ্চগড়ে করোনা সচেতন মুলক সভা ও ফ্রি হোমিও প্যাথিক বিতরণ

পঞ্চগড়ে করোনা সচেতন মুলক সভা ও ফ্রি হোমিও প্যাথিক বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 28 May, 2020 | 8:37:00 PM

আমীর খসরু লাভলু,পঞ্চগড় ব্যুরো,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ে বোদা উপজেলার মাঝগ্রাম সরকারী প্রার্থমিক বিদ্যালয় চত্বরে হোমিও কুটির উদ্যোগে আজ বৃহস্পতিবার করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনা সৃষ্টি ও লক্ষ সমুহের ফ্রি হোমিও প্রতিশেধক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানিয় সমাজ সেবক নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মো.আশরাফুজ্জামান,ঠাকুগাঁও হোমিও কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন,প্রভাষক আবু সাঈদ ও হোমিও কুটিরের স্বতাধিকারী আব্দুল মান্ন্নান বক্তব্য রাখেন।
সভা শেষে হোমিও চিকিৎসক আব্দুল মান্নানের উদ্যোগে ওই এলাকার ৫ শত জন মানুষের মাঝে করোনার লক্ষণ সমুহ সর্দি,কাশি,জ্বর,গলা ব্যথা,শরীর ব্যথা ও শ্বাসকষ্ট জনিত রোগের প্রতিশেধক হিসেবে ভারত ও জার্মানীর তৈরী হোমিও প্যাথিক ঔষধ আর্সেনিক এলব -৩০ ফ্রি প্রদান করা হয়। .