Home » » খানসামায় করোনা পজিটিভ রোগীর বাড়িতে পুষ্টিসম্মত খাবার পাঠালেন ইউএনও

খানসামায় করোনা পজিটিভ রোগীর বাড়িতে পুষ্টিসম্মত খাবার পাঠালেন ইউএনও

চিলাহাটি ওয়েব ডটকম : 17 May, 2020 | 9:50:00 AM

এস.এম.রকি,খানসামা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের খানসামায় প্রথম করোনা পজিটিভ ঐ নারীর বাড়িতে পুষ্টিসম্মত খাবার পাঠালেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।
শনিবার (১৬মে) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ প্রকার পুষ্টিসম্মত খাবার ও সবজি পৌঁছে দেন সংশ্লিষ্ট ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্য।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান,ভালোবাসা ও সাহস দিয়েই করোনায় আক্রান্তদের সুস্থ করতে হবে।আর করোনা পজিটিভ রোগীর মনোবল চাঙ্গা রাখতে প্রশাসন সর্বদা সজাগ আছে।