Home » » ঘোড়াঘাটে করোনায় আক্রান্তদের বাড়িতে পুষ্টিকর খাবার দিলেন রোগী কল্যাণ সমিতি

ঘোড়াঘাটে করোনায় আক্রান্তদের বাড়িতে পুষ্টিকর খাবার দিলেন রোগী কল্যাণ সমিতি

চিলাহাটি ওয়েব ডটকম : 16 May, 2020 | 4:58:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটে কোভিড-১৯ (করোনাভাইরাস) আক্রান্তদের বাড়িতে পুষ্টিকর খাবার পৌঁছানো হয়েছে।
আজ শনিবার সকালে ,উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এবং উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল এর সার্বিক সহযোগিতায় ঘোড়াঘাট রোগী কল্যাণ সমিতির অর্থায়নে এ সব পুষ্টিকর খাবার করোনায় আক্রান্তদের বাড়িতে পৌঁছানো হয়েছে।
পুষ্টিকর খাবারের মধ্যে ছিল, চাল,ডাল,আলু,পেঁপে, কলা, কমলা, লেবু, গুড়াদুধ,বেল,আপেল,তেল, লাউ,পটল,করল্লা,লবন, সাবান।