Home » » ঘোড়াঘাটে অসহায় মানুষের মাঝে সমাজ সেবা অফিসারের নগদ অর্থ বিতরণ

ঘোড়াঘাটে অসহায় মানুষের মাঝে সমাজ সেবা অফিসারের নগদ অর্থ বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 01 May, 2020 | 11:02:00 AM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : করোনা ভাইরাসে খেটে খাওয়া মানুষের কর্ম না থাকায় কর্মহীন দুস্হ মানুষের পাশে দাঁড়িয়েছে সমাজ সেবা অধিদ্প্তর।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল আউয়াল অসহায়, হত দরিদ্র, দুস্হ ৪০ জন মানুষের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন।
এ সময় ঘোড়াঘাট পৌর ছাত্র লীগের নেতা এ বি কাফী হোসেন বাবু সহ সমাজ সেবা অফিসের কর্মচারীরা উপস্হিত ছিলেন।