আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : করোনা ভাইরাসের সংক্রামন রোধে চিলাহাটিতে রোজগার বন্ধ হয়ে যাওয়া রোজগারহীন মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ ও করোনার সংক্রমণ প্রতিরোধে জনসমাগম রোধ, জীবাণুনাশক স্প্রে করেছে
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ।

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সভাপতি সুমন ইসলাম বলেন-করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হন, ভালো ভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করুন । জনসমাগম থেকে বিরত থাকুন, নিজের ঘরে নিরাপদে থাকতে সকলকে আহবান করেন।
এ সময় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সহ:সভাপতি শাহদাত হেসেন ,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাচান উপস্থিত ছিলেন।