Home » » বোদায় সেনাবাহিনীর ভ্রাম্যমান চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোদায় সেনাবাহিনীর ভ্রাম্যমান চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 01 April, 2020 | 8:19:00 PM

আমির খসরু লাবলু, পঞ্চগড় ব্যুরো,চিলাহাটি ওয়েব :পঞ্চগড়ের বোদা উপজেলার বালাভীড় আদিবাসী আশ্রয়ন প্রকল্পে সেনাবাহিনীর ভ্রাম্যমান চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিন ব্যাপী এই ভ্রাম্যমান চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া হয়।
রংপুর অঞ্চলের সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে করোনা ভাইরাসের কারণে দুরে গিয়ে চিকিৎসা নিতে না পারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের জন্য এই ভ্রাম্যমান চিকিৎসা সেবার আয়োজন করা হয়। দিনব্যাপী ভ্রাম্যমান চিকিৎসা সহায়তা ক্যাম্পে রংপুর অঞ্চলের সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের মেজর ডা.আর বা মো.শাওন মুরসালিন এলমাস এ এম সি এই চিকিৎসা সেবা প্রদান করেন।
ভ্রাম্যমান চিকিৎসা সহায়তা ক্যাম্পে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য,আদিবাসি শিশু ও এলাকার গরীব দুঃস্থ নারী পুরুষদের ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সেনাবাহিনীর ভ্রাম্যমান এই স্বাস্থ্য ক্যাম্প থেকে মাইকে করোনা জনসচেতনতা সৃষ্টির প্রচারণাও চালানো হয়।