Home » , » চিলাহাটিতে করোনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

চিলাহাটিতে করোনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

চিলাহাটি ওয়েব ডটকম : 19 April, 2020 | 12:30:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : চিলাহাটিতে করোনা সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখা ও বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর খোলাহাটি ক্যান্টনমেন্ট এর ক্যাপ্টেন তানজিম রহমান।
গতকাল দুপরে নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ চত্তরে স্থানীয় প্রশাসনের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি বলেন, ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্রই আমরা’।
বিশ্বের অন্য দেশগুলো কিভাবে করোনা মোকাবিলা করছে সেটা দেখে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বেসামরিক বাহিনীকে সার্বিক সহযোগিতা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
সরকার যেভাবে নির্দেশনা দেবে সেনা সদস্যরা সেভাবেই তৃণমূল পর্যায়ে কাজ করতে প্রস্তত। এছাড়াও, সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
মতবিনিময় সভায় কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু,ইউপি সদস্য মোতাহার হোসেন,জিয়াউর রহমান বাবুজী,আবু হানিফা,দুলাল শাহ,ওহিনুর ইসলাম,আবু তারেক,মকছেদুল রহমান,ভেনাজ,ইউপি সদস্যা ঝন্না বেগম, আওয়ামীলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম বসুনীয়া, কেতকীবাড়ী ইউনিয়ন স্বাস্হ্যসহকারী মাহবুবুল হকসহ গ্রাম পুলিশ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।