আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন”দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের সকলের উচিৎ একে অন্যের পাশে দাঁড়ানো এবং জনসাধারণকে সচেতন করা। এই বিশ্বাস এবং প্রতিজ্ঞাকে সামনে রেখে নীলফামারী জেলার চিলাহাটিতে ত্রাণ,বিনামূল্যে মাস্ক বিতরণ জীবাণু নাশক স্প্রে করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সেচ্ছাসেবী সংগঠন সমাধান যাত্রা এর উদ্দ্যোগে প্রতিষ্ঠানটির সভাপতি নিয়াজ মোর্শেদ সরকার এর নেতৃত্বে চিলাহাটির বিভিন্ন এলাকায় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা,বয়স্ক ও অস্বচ্ছল মানুষের মাঝে এই মাস্ক ও ত্রাণ বিতরণ করা হয়।
এসময় এলাকা জীবাণু মুক্ত রাখতে জীবাণু নাশক স্প্রে করা হয়।
এসময় এলাকা জীবাণু মুক্ত রাখতে জীবাণু নাশক স্প্রে করা হয়।
সর্দি-কাশি, জ্বরে এবং ধুলোবালু ও জীবাণু মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি নূরল হক, আওয়ামীলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক হাফিজুর রহমান বকুল, সমাজ সেবক তারিক আকরাম তপন, জার্মান, মোনায়েম হোসেন, যুবলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল প্রমূখ।
