Home » » জন্মদিনের টাকায় গরিবদের খাদ্য সহায়তা

জন্মদিনের টাকায় গরিবদের খাদ্য সহায়তা

চিলাহাটি ওয়েব ডটকম : 10 April, 2020 | 8:41:00 PM

জুয়েল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া গরিব মানুষের খাবারের অভাবে না খেয়ে থাকার কথা শুনে আবিরা হক আস্থা গতকাল বৃহস্পতিবার ১০ তম জন্মদিনে কেকে না কেটে গরিবদের সহায়তা করার সিন্ধান্ত নেয়।
সেই সাথে নিজের টিফিনের টাকা বাঁচিয়ে মাটির ব্যাংকটি ভেঙে আড়াই হাজার ও বাবার কাছে জন্মদিনের খরচ সাড়ে সাত হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা দিয়ে চাল, ডাল ও আলু কিনে নেয়।
নীলফামারীর ডোমার পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ময়নুল হক মনুর দুই মেয়ে আস্থা ও মৌ মিলে ৪০টি প্যাকেট করে। সন্ধ্যায় নিজ বাড়িতে আশপাশ্বের ৪০ জন গরিব মানুষের কাছে খাবারের প্যাকেটগুলো তুলে দেয়।