Home » , » চিলাহাটিতে জ্বর,সর্দি ও কাশিতে বৃদ্ধের মৃত্যু : তবুও বাড়ি লকডাউন

চিলাহাটিতে জ্বর,সর্দি ও কাশিতে বৃদ্ধের মৃত্যু : তবুও বাড়ি লকডাউন

চিলাহাটি ওয়েব ডটকম : 08 April, 2020 | 6:00:00 PM

জুয়েল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে জ্বর,সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় গতকাল রাত থেকে ওই পরিবারকে লকডাউন করা হয়েছে।
জানা যায়,চিলাহাটির কেতকীবাড়ি ইউনিয়নের দক্ষিন কেতকীবাড়ি খালপাড়া গ্রামে মৃত. মছির উদ্দিনের পুত্র অলিয়ার রহমান গতকাল মঙ্গলবার রাত ৯টায় নিজ বাড়িতে তিনি মারা যান। এতে ওই এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পরলে মৃত বৃদ্ধের জানাজা ও দাফন নিয়ে এলাকাবাসীরা কেউ এগিয়ে আসেনি।
ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানার জন্য উপজেলা হাসপাতালের একটি মেডিকেল দল আজ বুধবার দুপুরে নমুনা সংগ্রহ করেছে। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, বিশেষ ব্যবস্থায় তাঁর লাশ দাফন করা হয়েছে।