Home » » ঠাকুরগাঁও জেলা পরিষদের উদ্দ্যোগে চাল,ডাল,লবন,সাবান,তেলসহ প্রয়োজনীয় দ্রব্য বিতরণ

ঠাকুরগাঁও জেলা পরিষদের উদ্দ্যোগে চাল,ডাল,লবন,সাবান,তেলসহ প্রয়োজনীয় দ্রব্য বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 09 April, 2020 | 9:14:00 PM

মকবুল হোসেন,রুহিয়া প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁও জেলাপরিষদের উদ্দ্যোগে ১নং রুহিয়া, ২০নং রুহিয়া পশ্চিম, ২১নং ঢোলারহাট, ১৪নং রাজাগাঁও,সহ ৪ ইউনিয়নে করোনা পরিস্থিতির কারনে কর্মহীন মানুষের মাঝে গতকাল ৯ এপ্রিল (বৃহস্প্রতিবার) সকালে উল্লেখিত ইউনিয়ন সমুহে াল,ডাল,তেল,লবন,আলু, গাবান সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামাজিক দুরত্ব বজায় রেখে বিলি করাহয়। 
এসময় ১৪নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলাপরিষদ সদস্য নৃপ্রেন্দ্র নাথ ঝাঁ, বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা সাধারন সম্পাদক ও ১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়াম্যান, মোঃ মোশারুল ইসলাম সরকার ইউপি, সদস্য, সদস্যা ও সংবাদ কর্মী আপেল মাহমুদ, ইব্রাহীম আলী সহ সংশ্লীষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।