মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও বিশেষ প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : করোনার ভয়াবহতায় চলমান পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে হোটেল ও রেস্তরা শ্রমিকদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঠাকুরগাঁও হোটেল ও রেস্তরা মালিক সমিতির আয়োজনে বুধবার দুপুরে শহরের চৌরাস্তা কড়াই গোশত রেস্তরায় এসব খাদ্য সামগ্রী বিতিরণ করা হয়।
হোটেল শ্রমিকদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও হোটেল ও রেস্তরা মালিক সমিতির অফিস সচীব জিয়াউল হক জিয়া ও সমিতির অর্থ সম্পাদক এবং রোজ হোটেল ও রেস্টুরেন্টের পরিচালক আবুল কাশেম সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য,হোটেল শ্রমিকদের মাঝে জরুরী এ থাদ্য সামগ্রী বিতরণে জেলার রোড, চৌরাস্তা, কালীবাড়ি ও বাসস্টান্ড এলাকার প্রত্যেকটি হোটেলের ৬শ কর্মচারীর মধ্যে প্রত্যেককে ৭ কেজি চাল , ৩ কেজি আলু ও ১ কেজি কওে ডাল দেওয়া হয় এতে প্রত্যোককে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়।