Home » » পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 24 April, 2020 | 11:52:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি, চিলাহাটি ওযেব : পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 
আজ শুক্রবার সকালে পার্বতীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের জাতীয় পার্টির কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা কমিটির সভাপতি কাজী আব্দুল গফুর নিজেই খাদ্র সামগ্রী বিতরণ করেন। এসব খাদ্য দ্রব্যের মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ১টি সাবান। 
এ খাদ্র দ্রব্য বিতরণের সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রেলওয়ের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ওয়াজিউল হক, পার্বতীপুর রেল শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আ: রাজ্জাক, যুব সংহতির সভাপতি কাজী ফিজার, জাতীয় ছাত্র সমাজ এর জীবন পাল, পার্বতীপুর উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক নুরু প্রমুখ।