Home » » পার্বতীপুরে করোনা সংক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

পার্বতীপুরে করোনা সংক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

চিলাহাটি ওয়েব ডটকম : 07 April, 2020 | 11:57:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় দুস্থ ও চিকিৎসা বঞ্চিত রোগীদের বিনামূল্যে, করোনা সংক্রান্ত উপসর্গ সমূহ যেমন : জ্বর, কাশি, হাছি, সর্দি, মাথা ব্যথা, বমি, শ্বাসকষ্ট, বুক ব্যাথা, ইত্যাদি লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসা সেবা প্রদানে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় ডা: দিলীপ কুমার রায় - এর আহ্বানে সারা দিয়ে বাংলাদেশ সরকারের স্বপ্নের সোনার বাংলার ক্রান্তি কালে সপ্তাহে দুই দিন ,পার্বতীপুর উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে ভ্রাম্যমান মেডিকেল টিম নামানোর প্রস্তুতি গ্রহণ করছে “বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদ” রংপুর বিভাগ, রংপুর এবং “হোমিওপ্যাথি দর্শন ও গবেষণা ফোরাম” পার্বতীপুর, দিনাজপুর। “হোমিওপ্যাথি গবেষক পরিষদ” এর সদস্য সচিব ডা: মিথুন টিকাদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ কর্মসুচি সহযোগীতায় “স্বনির্ভর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড” ইসলামপুর, পার্বতীপুর, দিনাজপুর। এব্যপারে তারা পার্বতীপুর উপজেলার ইউএনও মহোদয়- এর নিকট লিখিত আবেদনের মাধ্যমে ও বিস্তারিত আলোচনা সাপেক্ষে প্রশাসনিক সহযোগীতা কামনা করা হয়েছে।