Home » » রেলপথ মন্ত্রীর উদ্যোগে বোদা ও দেবীগঞ্জে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রেলপথ মন্ত্রীর উদ্যোগে বোদা ও দেবীগঞ্জে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 07 April, 2020 | 10:14:00 PM

আমির খসরু লাবলু, পঞ্চগড় ব্যুরো,চিলাহাটি ওয়েব : রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য,পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজনের উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলার মাড়েয়া বামনহাট,ট্রেপ্রিগঞ্জ ও দেবীডুবা ইউনিয়নের পনের শত কর্মহীন শ্রমজীবি নিম্ন আয়ের মানুষের মাঝে আজ মঙ্গলবার পনের শত প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎজ্জামান চৌধুরী জর্জ ও মন্ত্রীর এপিএস আওয়ামীলীগ নেতা রাসেদ প্রধান মন্ত্রীর পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দলীয় নোতা কর্মীরা নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণ কৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবন, তেল, চিনি, আলু ও সাবান।