Home » » ঠাকুরগাঁওয়ের এক যুবকের হত্যা না আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের এক যুবকের হত্যা না আত্মহত্যা

চিলাহাটি ওয়েব ডটকম : 04 April, 2020 | 9:04:00 PM

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও বিশেষ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ের খানকাহ ইসলামবাগ এলাকার সাজ্জাদ হোসেন সাজু (২২)নামের এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। শনিবার সকালে ওই যুবকের পিতা জুনায়েত হোসেন ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে জানা যায়, সাজ্জাদ হোসেন সাজু পার্শ্ববর্তী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বলরামপুরে দীর্ঘ ১ বছর ধরে তার নানীর বাসায় ছিল। সেখানে সে তার নানা বাড়িতে জমিজমা দেখাশুনা করতো। শনিবার ভোর রাতে মোবাইল ফোনে জনৈক মতিউর রহমান সাজুর পিতাকে জানায় তার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ খবর শোনার পর তিনি সেখানে গিয়ে সাজুর নানী হুসনে আরা ও প্রতিবেশিদের সাথে কথা বলে জানতে পারেন, গত শুক্রবার রাতে সাজু সহ সকলে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পরে। রাত আড়াইটায় সাজুর ঘরের দরজা অর্ধেক খোলা দেখে সেখানে প্রবেশ করে সাজুর গলায় ফাঁস দেওয়া মরদেহ দেখতে পায় তার নানী। পরক্ষনেই সাজুর মরদেহ নিয়ে তার পিতা জুনায়েত হোসেন ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে চলে আসেন এবং সদর থানায় বিষয়টি অবগত করলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় বিষয়টি জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। লাশ ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। পুলিশ জানায় ভিসেরা রিপোর্ট আসার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।