মনোরঞ্জন মোহন্ত- ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহািট ওয়েব :
করোনা ভাইরাস মহামারি দৃর্যোগ কালে সাধারন
মানুষ দিশেহারা কর্মহীন হয়ে পড়ে আছে বাড়িতে।
অসহায়, দরিদ্রদের দুর্ভোগের শেষ নেই।ঠিক সেই সময় গরিব মেহনতি মানুষের নেতা দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক নিজ অর্থায়নে ওই সব মানুষের ঘরে ঘরে দিন-রাত খাবার পৌঁছে দিচ্ছেন।ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের বেলওয়া, পালশা,আমড়া,সোনামুখি সহ
কয়েকটি আদিবাসী গ্রামে খাবার পৌঁছে দেন তিনি।
এ সময় ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের নেতা -কর্মীরা উপস্হিত ছিলেন।