Home » » ঠাকুরগাঁওয়ে নতুন করে করোনায় আক্রান্ত-৬

ঠাকুরগাঁওয়ে নতুন করে করোনায় আক্রান্ত-৬

চিলাহাটি ওয়েব ডটকম : 28 April, 2020 | 10:37:00 PM

মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪ জনে। তবে আক্রান্তদের মধ্য থেকে ২ জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার। 
 এর আগে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু ঠাকুরগাঁওয়ে নতুন করে করোনায় সাতজন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে জেলা সিভিল সার্জন রাত নয়টায় রমেক থেকে মেইলে পাওয়া সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ে ৬ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। 
 তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ৩ জন হরিপুর উপজেলার, ২ জন পীরগঞ্জ উপজেলার ও ১ জন বালিয়াডাঙ্গী উপজেলার। এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলা থেকে নতুন করে ১২ জনের নতুন নমুনা পাঠানো হয়েছে বলে জানান তিনি। সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, জেলায় যে ৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে তারা সকলেই পুরুষ। 
এদের মধ্যে হরিপুরে তিনজন আক্রান্ত ব্যক্তির একজনের বয়স ৪৫, একজনের ২৪ ও অন্যজনের বয়স ১৯ বছর। পীরগঞ্জে যে দুজনের করোনা সনাক্ত হয়েছে তাদের একজনের বয়স ১৯ ও অপরজনের বয়স ২৫ বছর। অপরদিকে বালিয়াডাঙ্গীতে যে ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে তার বয়স ২৪ বছর।