আহ্বান
চিলাহাটি ওয়েব ডটকম : 04 April, 2020 | 11:21:00 PM
॥ মো.সিরাজউদ্দিন ॥
বিদ্বেষ পূর্ণ মনোভাবে
হয়না কেহ শ্যামরাই-
বিরোধ পূর্ণ অহং দ্বন্দ্বে
গোল ব্যতীত কিচ্ছু নাই।
হানাহানি---আচরণে
কু- স্বভাবে রক্তপাত-
বিষাদ-বিষয় কর্মকাণ্ডে
হয়না কভু মানুষ জাত।
ভুবন মুখে সকল মানুষ
একই মাতার ওরশ জাত-
কালোধলো নেই ভেদাভেদ
একই রঙের ধারাপাত।
অবিন্যাসের পৃথিবীতে
মানুষ হলো শ্রেষ্ঠ জীব-
ধর্মকর্ম যে যা-ই করুক
মনটা যেন হয় খতীব।
পুঙ্খানু--পুঙ্খানু রূপে
সূক্ষ্ম ভাবে মন গড়ি-
সত্য ধ্বনি কণ্ঠে তুলে
আসুন সবাই গান ধরি।
উঁচুনিচু শ্রেণী বিভাগ
তাঁরাও কিন্তু মানুষ জাত-
কুসংস্কারের তাতাল ফেলে
আসুন পড়ি প্রেমের নাত।
বাঁধা বিঘ্ন কতল করে
কাঁধে কাঁধে হাত রাখি-
একই ফুলের মালা পড়ে
হই যেন সব একমুখী।
জাতি গোত্র দূরে ফেলে
ফোটাই মনে ফুলকলি-
আসুন আমরা এককাতারে
সরল পন্থায় পথ চলি।
মাতৃগর্ভে থাকাবস্থায়
তুমি--আমি এক রূপে-
আসার পথেও ভিন্নতা নেই
ছিলাম মোরা নিষ্পাপে।
অন্তিমকালে কেউ কারো নয়
কবর হবে দেহের বাস-
তোমার-আমার নেই ভেদাভেদ
নিদানকালে সবাই লাশ।