Home » , » চিলাহাটিতে ঘুড্ডি ফাউন্ডেশন এর খাদ্য সহায়তা প্রদান

চিলাহাটিতে ঘুড্ডি ফাউন্ডেশন এর খাদ্য সহায়তা প্রদান

চিলাহাটি ওয়েব ডটকম : 18 April, 2020 | 1:49:00 AM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে অসহায়,ছিন্নমূল ও গরীব মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সম্প্রতি ঘুড্ডি ফাউন্ডেশন নামের একটি সংস্থা চিলাহাটির কেতকীবাড়ী,ভোগডাবুড়ী ও পার্শ্ববতী জোড়াবাড়ি ইউনিয়নের প্রায় ৫৬ টি পরিবারের কাছে চাল,আলু,সয়াবিন তেল,মসুরের ডাল ও সাবান বিতরণ করে।
সংস্থাটির ভলান্টিয়ার হিসাবে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর এমবিবিএস ২য় বর্ষের ছাত্র সুমন হক এসব বিতরণ করেন।