Home » , » চিলাহাটিতে বীরাঙ্গনাদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান

চিলাহাটিতে বীরাঙ্গনাদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান

চিলাহাটি ওয়েব ডটকম : 18 April, 2020 | 12:00:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বীরাঙ্গনা মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় চিলাহাটির কেতকীবাড়ী ও ভোগডাবুড়ী ইউনিয়নের ৪ জন বীরাঙ্গনাকে জেলা প্রশাসক ও সামাজিক সহায়তা’র উদ্যোগে এ ত্রান ও আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ডোমার উপজেলা শাখার আহবায়ক আল আমিন রহমান, ভোগডাবুড়ী ইউনিয়ন শাথার সভাপতি এ.কে.এম শাহাদাৎ হোসেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ডোমার উপজেলা শাখার আহবায়ক আল আমিন রহমান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চেয়ারম্যান ও পরিচালক দেলোয়ার হোসেন এর আর্থিক সহায়তায় খাদ্য ও অর্থ প্রদান করা হয়। সেইসাথে নীলফামারী জেলার ৩২ জন বীরাঙ্গনাকে জেলা প্রশাসকের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।