Home » » ঘোড়াঘাটে প্রথম করোনা রোগী জাকিরুল শনাক্ত

ঘোড়াঘাটে প্রথম করোনা রোগী জাকিরুল শনাক্ত

চিলাহাটি ওয়েব ডটকম : 18 April, 2020 | 10:25:00 PM

মনোরঞ্জন মোহন্ত, ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটে এই প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন, দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস। ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের কৃষ্ণপুর মরিচা (হলদাকুর) গ্রামের আবু তাহের এর পুত্র জাকিরুল ইসলাম (৩৮)। ওই রোগীর মাঝে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে তার রক্তের নমুনা দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হলে,করোনা ভাইরাস উপস্হিতি পজিটিভ রির্পোট আসে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসার ডাঃ নুর নেওয়াজ আহম্মমেদ জানান, ওই রোগী ঢাকা ফেরত। কয়েক দিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে এসেছেন। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের নির্দেশে ওই করোনা শনাক্ত রোগীর বাড়িতে আগেই লাল পতাকা টাঙ্গানো হয়েছে এবং বাড়ি লক ডাউন করা হয়েছে।
বিকালে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংবাদ পৌঁছিলে,মুহূর্তেই বাজার জন শূন্য হয়।