Home » » পার্বতীপুরে করোনা ভইরাসে আক্রান্ত এক যুবক ॥ আতংকিত পার্বতীপুরবাসী

পার্বতীপুরে করোনা ভইরাসে আক্রান্ত এক যুবক ॥ আতংকিত পার্বতীপুরবাসী

চিলাহাটি ওয়েব ডটকম : 15 April, 2020 | 10:44:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ঢাকার নারায়নগঞ্জ থেকে চলে আসা মানিক শাহ্ (২২) নামের এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করে বলেন টেস্টে তার রিপোর্ট পজেটিভ এসেছে। 
তার পিতার নাম আনোয়ার হোসেন। তার বাড়ী পার্বতীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের নামাপাড়া মহল্লায়। 
ফলে শুধু ওই মহল্লায়ই নয় গোটা পার্বতীপুরে এখন করোনা আতংকে আতংকিত সাধারণ মানুষ। তার বাড়ীর সদস্য সংখ্যা ৬জন বলে জানা যায়। 
ওই এলাকার কাউন্সিলর মো: হানিফ মন্ডল লাল জানান গত এক সপ্তাহ আগে সে নারায়নগঞ্জ থেকে বাসায় এসে সে হোম কোরেইন্টাইনে ছিল। 
কিন্তু আজ বুধবার বাসা থেকে বের হয়েছিল। বর্তমানে ওই এলাকা লকডাউন করা হয়েছে। 
এদিকে, একাধিক সূত্র নিশ্চিত করে জানায়, আজ ১৫ এপ্রিল বুধবার মানিক শাহ তার এক বন্ধুর মোটরসাইকেলে চড়ে সাগর সিনেমা হল হয়ে পুরাতান বাজার গুদুরি বাজার মার্কেটে কিছ্ক্ষুণ অবস্থানের পরে রেলেওয়ে পার্কে ঘুরতে যায়। সেখান থেকে সে বাড়িতে যায়। অপর একটি বিশ্বস্ত সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে নিশ্চিত করে জানান, আজ বুধবার সন্ধ্যায় মানিক শাহ এর করোনা ভাইরাসের পজেটিভ রিপোর্ট এসেছে। যে কোন মুহুর্তে তাকে স্থানীয় প্রস্তুতকৃত ল্যাম্ব হাসপাতাল বা দিনাজপুরে নেয়া হতে পারে।