Home » » পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নার্সের মৃত্যু

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নার্সের মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 15 April, 2020 | 11:03:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধ,চিলাহাটি ওয়েব : আজ বুধবার সকাল সাড়ে ৮টার সময় সিনিয়র নার্স ইতি রানী নিজ কর্মস্থল পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন মোটরসাইকেলযোগে তার স্বামীর সাথে। 
পথিমধ্যে চাঁন্দা পাড়ার কাছে পৌছালে ঝড়ের কবলে পড়ে তারা। হঠাৎ একটা গাছের ডাল ভেঙ্গে পড়ে মোটর সাইকেলের সামনে। ব্রেক করতে গিয়ে পড়ে যায় তারা। 
মাথায় গুরুতর অাহত অবস্থায় ইতি রানীকে (৩৪))তার কর্মস্থল পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসা হয়। 
পরে মুমূর্ষু অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ইতি রানীর স্বামীর নাম মৃনাল কান্তি। বাড়ী পলাশবাড়ী ইউনিয়নের দূর্গাপুর খামারপাড়া গ্রামে। 
এ ঘটনায় হাসপাতালে শোকের ছায়া নেমে অাসে সহকর্মীসহ গ্রামবাসীর মধ্যে।