Home » » পাঁচ শতাধিক মানুষের মাঝে ব্রাইট হিউম্যানিটির ত্রান বিতরণ

পাঁচ শতাধিক মানুষের মাঝে ব্রাইট হিউম্যানিটির ত্রান বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 15 April, 2020 | 10:21:00 PM

এম এ মোমেন, নীলফামারী ব্যুরো,চিলাহাটি ওয়েব : নীলফামারীর সৈয়দপুরে ব্রাইট হিউম্যানিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঘরে আবদ্ধ থাকা ৫ শতাধিক মানুষের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে।
 গতকাল দুপুরে শহরের রেলওয়ে মাঠে এ সংগঠনটির সদস্যদের অর্থায়নে চাল, ডাল, আলু ও সয়াবিন তেল বিতরণ করেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) পরিমল কুমার সরকার। 
এ সময় উপস্থিত ছিলেন এ সৈয়দপুর সার্কেল এএসপি অশোক কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহসিনুল হক, সংগঠনটির উদ্যোক্তা সবুজ, সভাপতি মোঃ ওয়াজির, সহ সভাপতি মোঃ আসিফ, সাধারন সম্পাদক মোঃ রাহেল, মিলন, রুমন, সাজিদ, রাজা, আকাশ,সারুফ ও জুয়েল সহ সকল সদস্যরা উপস্থিত ছিল।