Home » » হৃদয়ের গভীরে

হৃদয়ের গভীরে

চিলাহাটি ওয়েব ডটকম : 29 April, 2020 | 11:42:00 PM


> লুৎফুর রহমান চৌধুরী রাকিব < 

-------------- ( উৎসর্গ নয়মৌজা ) 
নয়নের আলো ,মনের আকাশের চাঁদ 
 তার কথা ভাবতে ভাবতে কাঁটিয়েছি রাত 
প্রভাত হতেই হৃদয়ের জানালা খুলে 
 বুকে জড়িয়ে নিতে বাড়িয়েছি দু,টি হাত। 

একটু মেঘলা আকাশ, অনেক ঝড় তুফান 
হয়তো সবাই কে রেখেছে একটু দুরে 
ভালো করে দু, চোখ ভুলিয়ে দেখুন সমস্ত 
 ভালোবাসা গুচ্ছিত আছে হৃদয় গভীরে। 

জীবনের ক্লান্তিকর পথ গুলো যেন 
 হাজারো ফুলে ফুলে যায় ভরে 
 কখনো কেউ কাউকে যেতে দেবো না 
সকল মায়া মমতার বাঁধন ছিঁড়ে । 

জানি ওগো জানি হাজারো দুঃখ 
লুকিয়ে আছে সবারই অন্তরে 
এসো সব কিছু ভুলে যাই 
গ্রাম্য মায়ের পবিত্র আঁচল ছুঁয়ে । 

নয়টি গ্রামের পবিত্র সেতু বন্ধন 
 হোক আর গভীর থেকে গভীর
 কেউ যেন ছুড়ে ফেলতে পারে না 
 বিষ মাখা কোন বিষাক্ত তীর। 

নয়টি তারা একত্রিত দেখে 
 মনে হয় একই মায়ের সন্তান 
 এই সুন্দর মায়াবী চাদরটা 
একমাত্র সৃষ্টি কর্তারই দান। 

হাজারো হৃদয়ের সুবাস ছড়ানো 
নয়মৌজা হচ্ছে তাহার নাম 
আমার এই ক্ষুদ্র হৃদয় থেকে 
জানাই সবাইকে সহস্র সালাম।