॥ ফজলে রাব্বি নবাব ॥
নববর্ষে নিয়ে এসো নব ঘোষণা,
করোনাময় বিশ্বটার শুভ সূচনা।
লাখো জনতার লাশ সারি সারি,
কোটি মানুষের ভালে আহাজারি।
ঔষধ পথ্য নেই হাসপাতাল বৈদ্য,
আক্রান্ত নারী পুরুষ ভূমিষ্ট সদ্য।
মহামারী কাকে বলে দেখো খোদা,
তোমার সৃষ্টিকে তুমি বাঁচাও সদা।
শবে মেরাজ শবে বরাত রমজানে,
মানুষ ডাকে তোমায় কিসের টানে!
নববর্ষে ডাকি তোমায় দাও সাড়া,
কে বাঁচাবে বলো তুমি তুমি ছাড়া!!