Home » » আতঙ্কিত বৈশাখ

আতঙ্কিত বৈশাখ

চিলাহাটি ওয়েব ডটকম : 14 April, 2020 | 11:58:00 PM


॥ এঞ্জেল নিপা ॥ 

 হে বৈশাখ তোমার কালবৈশাখীর
ঝড়ে উড়িয়ে দাও করোনা নামক 
মরণব্যাধি বিষাক্ত ভাইরাস,
হে বৈশাখ ভুলিয়ে দাও যত দূঃখ বেদনা। 

 হে বৈশাখ তোমার নব আলোতে 
মৃত্যু যন্ত্রনার কালো ছায়া মুছে দাও।
হে বৈশাখ তোমার হাওয়ায় 
নিয়ে এসো সুখ হাসি আনন্দ 
স্বপ্ন আর ভালবাসার প্রেম স্পন্দন। 

 মানবের হৃদয় ছিন্ন করলো
মায়ার বাঁধন - মৃত্যুগ্রাসী করোনা।
হে বৈশাখ মুক্ত স্নিগ্ধ করে দাও পৃথিবীকে,

 কথা দিলাম-অনৈতিক ব্যবিচার খুন
রাহাজানি ঘুষ দূর্নীতিকে মানব জাতি
চিরতরে পৃথিবী থেকে উচ্ছেদ করে
সুন্দর নতুন পৃথিবী গড়ে তুলবে।