Home » » > প্রথম টেলিফোন <

> প্রথম টেলিফোন <

চিলাহাটি ওয়েব ডটকম : 27 April, 2020 | 11:24:00 PM> প্রথম টেলিফোন < 

(বাস্তবতা নিয়ে কাহিনী অবলম্বনে সোনাগাজী মতিগজ্ঞ ভাদাদিয়া)

 ॥ এ আই টিপু ॥ 

হ্যালো,
 হ্যাঁ,বল!'
আমার ফোন রিসিভ হয়নি কেন কতোবার ফোন দিচ্ছি 
দেখিসনা?
আরে পাগলা? 
হয়েছে এখন বল আমি ঘুমিয়ে ছিলাম তাছাড়া আমার অভ্যাস তো জানিস! সাদ্দাম কাল সারা রাত ঘুমাতে পারিনি?
হয়েছে নিরব?
হয়েছে মেজো ভাইয়া আসলো এয়ারপোর্টে পৌঁছতে দেরি হয়ে গেছে তুই তো জানিস দোস্ত মেজো ভাইটা মেজাজের খবর। settable and hot and South.... 
হঠাৎ গরম হয়ে যায় আবার ঠান্ডা তবে জানিস ভাইয়ার মন অনেক ভালো। এমন ভাই পেয়ে আমি গর্ব অনুভব করি সব সময় আরে আমরে ✆ দিলে পারতি ✆ 
দিয়ে ছিলাম কয়েক বার। 
সরি দোস্ত silent ছিল..... 
তার ধানমন্ডিতে ছিলাম মাত্র ঘুম থেকে উঠলাম আসল কথা বল কেন ফোন দিচ্ছিস।
তমা কাল রাতে ফোন দিয়াছে আমাকে তাই? 
তোর নাম্বার পেলো কোথায়? 
জানিনা তবে মনে হচ্ছে আর এম হাট স্কুলের দক্ষিণ পাশে লাতুর দোকান থেকে হয়তো সংগ্রহ করেছে আমার মনে হচ্ছে! 
তুই? বলিস নিরব হতে পারে 
আমি ঐ ছাড়াতকান্দি মফিজ কাকুর ছেলের মুসলমানির অনুষ্ঠানে ডান্স করেছিলাম। রাত অনুমান ২ টার সময় ফ্যাল ফ্যাল করে একটা মেয়ে ওড়না মুখে চেপে খিলখিল করে হাসতে ছিল শব্দ শুনতে পেতাম আবার সকাল বেলা কাঁসারির ঘরে জানালার পাশে এসে কু... কু করে ডাকলো তাকিয়ে দেখি রাতের সেই মেয়েটা বেগুনি রঙের সেলোয়ার-কামিজ। নিশ্চয়ই আমার ডান্স মেয়েটির ভালো লেগেছে দুঃখ জনক এখনো নাম জিগ্যেস করার সুযোগ হয়নি তবে হবে। ফোন চেপে কারনে সঙ্গে বলে 
যাচ্ছিস হ্যালো
নিরব শব্দ নেই কেন হ্যাঁ শুনতেছি
বল.....ঘুম ছেড়ে উঠে বসে বেহাল অবস্থা লুঙ্গি সব ভিজে গেছে মেয়েটি আমার চোখে চোখে তাকিয়ে বলে আমি নই আর আমি তাকিয়ে রাগাঙ্গিত ভঙ্গিতে জিগ্যেস করায় চোখের কোণে জল এসে গেলো আমার ও মায়া লাগল হঠাৎ আমি হা হা করে হেসে উঠলাম। 

 (ধারাবাহিক ভাবেই চলবে)