মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে রুহুল আমিন (৫৮) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও নগদ অর্থ।
গ্রেফতারকৃত রুহুল আমিন জেলার পীরগঞ্জ উপজেলার জনগাও গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।
মঙ্গলবার দিবাগত রাতে র্যাবের একটি প্রেসবিজ্ঞপ্তি বলা হয়, ওইদিন রাত ১১টায় র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদের নেতৃত্বে উপজেলার ভোমরাদহ এলাকায় একটি অভিযান পরিচালিত হয়।
এ সময় মাদক ব্যবসায়ী রুহুল আমিন (৫৮)কে মাদক সহ হাতেনাতে আটক করে র্যাব।
পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ২৬ হাজার ১শ ৯০ টাকা, ১১কেজি গাজা,২৯৫বোতল ফেনসিডিল,একটি মোবাইল ফোন,সিম ও একটি মেমোরী কার্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে সে।
বিজ্ঞপ্তিকে আরও বলা হয়, বিশেষ অভিযান সম্পুর্ণ ভাবে মাদক নির্মুল না হওয়া পর্যšন্ত এই অভিযান অব্যাহত থাকবে।