// ইদি আমিন //
তুই চোর, তোর বাপ চোর, চোরের রক্ত শরীরলে,
তোদের চুরি বন্ধ হবে কী? পাতি নেতা হাতি নেতা
আর কি কি করিলে!
রিলিফের চাল চুরি ডাল চুরি তেল চুরির স্বভাব
কি যাবেনা হারামির বাচ্চারা নিজেরা মরিলে?
চেয়ে দেখ চোরেরা পৃথিবী আজ বড্ড অসহায়,
দিন আনে দিনে খায়, খেটে-খাওয়া মানুষেরা
অভাবে কাতরায় ক্ষুধায়!
চোর খাট ভরে তেল রাখিস ঘর ভরে চাল রাখিস
অনাহারী শিশুর মুখ দেখে দয়া হয়না কলিজায়।
আজ এই করোনা ভাইরাসের অনিশ্চিত আঁধার,
একদিন কেটে যাবে সব, তোর কি মৃত্যু নেই চোর
কার রক্তে জন্ম দিয়েছিলো মাদার!
অভুক্ত ক্ষুধার্ত মানুষ গুলোর শ্রমেই উঠে আসে
জিডিপি প্রবৃদ্ধি, শস্য ফসল আর সকলের আহার।
চোরের কোন জাত নেই, চোরের কোন পাত নেই,
চোরের রক্তেই চোর, মানুষ না; চোর চোরেই
শাস্তি দাবি একদম ভাত নেই।
যার যেটুকু আছে তাই নিয়ে সামাজিক দুরত্ব রেখে
দাঁড়াই মানুষের পাশে, ওরে চোরের আর ঠাঁই নেই।