Home » » বোদায় মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন পে ইট ফরওয়ার্ড

বোদায় মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন পে ইট ফরওয়ার্ড

চিলাহাটি ওয়েব ডটকম : 12 April, 2020 | 11:27:00 PM

এর উদ্যোগে হাসপাতালে পিপিই প্রদান বোদা (পঞ্চগড়) প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড় জেলার ৫ টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২ শত টি পিপিই,মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার গতকাল রবিবার প্রদান করা হয়। 

মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন পে ইট ফরওয়ার্ড সংগঠনের উদ্যোগে চিকিৎসক,নার্স ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য এসব সামগ্রী প্রদান করা হয়। 

সংগঠনের সদস্য বুয়েটের ছাত্র দাইয়ান নাফিজ প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিল আনোয়ার বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজিউর করিম রাজুর হাতে তুলে দেন। এসময় উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা.জাহিদ ও বিশিষ্ট ব্যবসায়ী খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন।