Home » , » চিলাহাটিতে নিয়াজ মোর্শেদের উদ্যোগে ত্রান বিতরণ

চিলাহাটিতে নিয়াজ মোর্শেদের উদ্যোগে ত্রান বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 27 April, 2020 | 10:11:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশে চলমান সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন এলাকার মানুষ। এসব কর্মহীন হয়ে পড়া অসহায়,ছিন্নমূল ও গরীব ২০০ পরিবারের প্রায় ১০০০ জন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সমাজ সেবক নিয়াজ মোর্শেদ সরকার এর পাঠানো ত্রাণ সামগ্রী গত ২৫ এপ্রিল নীলফামারী জেলার চিলাহাটি জে.ইউ ফাজিল মাদ্রাসা মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে এসব পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসাবে ৮ কেজি চাল, ২ কেজি আলু, সয়াবিন তেল ১লিটার ও ১টি করে সাবান বিতরণ করেন ইউপি সদস্য সহিদুল হোসেন লিটন,শামসুন্নাহার স্বপ্না,আবু বক্কর,চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম,গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক ফারুক ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী নোমিরুল ইসলাম, ডোমার থানা আওয়ামীলীগ এর সাবেক সহ:সভাপতি শরিফুল ইসলাম প্রামানিক প্রমূখ।