Home » » ঘোড়াঘাট খোদাতপুর গ্রামে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

ঘোড়াঘাট খোদাতপুর গ্রামে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 30 April, 2020 | 11:19:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : করোনা ভাইরাস দুর্যোগ কালে অসহায়, কর্মহীন, দুস্থ মানুষের মাঝে মানবতার হাত বাড়িয়ে দিলেন খোদাতপুর কলোনি গ্রামবাসী। 
 আজ বৃহস্পতিবার ঘোড়াঘাটের ওসমানপুর খোদাতপুর কলোনী গ্রামের বিত্তবান লোকেরা ঐ গ্রামের কর্মহীন, অসহায়, হত দরিদ্র, দুস্হ ৫২টি পরিবারে মাঝে ১ মাসের খাবার সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করেন। 
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল,ডাল, আলু,ছোলা,তেল, লবন, সাবান। এ সময় প্রভাষক আজিমুদ্দিন জিম,আক্কাস শেখ,আব্দুল আজিজ,রেজাউল করিম বুলু, দুলাল সরকার প্রমূখ।