Home » » ঘোড়াঘাটে আরো একজন করোনা রোগী শনাক্ত

ঘোড়াঘাটে আরো একজন করোনা রোগী শনাক্ত

চিলাহাটি ওয়েব ডটকম : 29 April, 2020 | 10:25:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাট আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। ঘোড়াঘাট পৌর সভার ৩নং ওয়ার্ডের এস কে বাজারের হামিদুল ইসলামের স্ত্রী উম্মেহানি (২৫), ঘোড়াঘাট উপজেলা স্বাস্হ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নুরনেওয়াজ নিশ্চিত করেন।
আজ বুধবার উম্মাহানির রক্তের নমুনা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে পরীক্ষায় পাঠানো হলে কেভিড -১৯ (করোনা) পজেটিভ পাওয়া যায়। ঘোডাঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়ি সহ পার্শ্ববতী ৭টি বাড়ি লকডাউন ঘোষণা করেন। উম্মেহানির বাড়িতে পুষ্টিকর খাবার সহ সার্বিক সহযোগিতায় আশ্বাস দেন ইউএনও " ওয়াহিদা খানম।
করোনা শনাক্ত রোগীর বাড়ি লক ডাউনের সময় উপস্হিত ছিলেন ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুর সাত্তার মিলন , ঘোড়াঘাট উপজেলা স্বাস্হ্য ও প.প,কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ, থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম। ঘোড়াঘাটে এ নিয়ে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।