Home » » ঘোড়াঘাটে করোনা রোগির বাড়িতে খাবার পৌঁছে দিলেন ইউএনও

ঘোড়াঘাটে করোনা রোগির বাড়িতে খাবার পৌঁছে দিলেন ইউএনও

চিলাহাটি ওয়েব ডটকম : 28 April, 2020 | 11:01:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটের পালশা ইউনিয়নের কৃষ্ণ রামপুর মরিচা (হলদাকুর) গ্রামের আবু তাহেরের পুত্র করোনা ভাইরাসে আক্রান্ত জাকিরুল ইসলাম (৩৮) এর বাড়িতে পুষ্টিকর খাবার পাঠানো হয়েছে। 
 মঙ্গলবার ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানম নিজ অর্থায়নে ওই করোনা রোগির বাড়ি সহ পার্শ্ববতী লকডাউন ১০ টি বাড়িতে পুষ্টিকর খাবার আপেল, কমলা,কলা,আটা,সুজি, পেঁপে, লেবু, ডিম, পাউরুটি পৌঁছে দেন। 
সরকারি,বে-সরকারি ভাবে জাকিরুল ইসলামের বাড়িতে তিনবার এবং পার্শ্ববতী লকডাউন ১০ বাড়িতে দুইবার ত্রাণ দেওয়া হয়েছে। উল্লেখ্য জাকিরুল ইসলাম ঢাকা নারায়ণগঞ্জ থেকে এপ্রিলের ১ম সপ্তাহে গ্রামের বাড়িতে জ্বর নিয়ে আসে।
 ১৭ এপ্রিল তার রক্তের নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হলে করোনা ভাইরাস উপসর্গ পজিটিভ পাওয়া যায়।