Home » » বোদা পৌর সভার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বোদা পৌর সভার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 10 April, 2020 | 10:49:00 PM

আমির খসরু লাবলু,পঞ্চগড় ব্যুরো,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের বোদা পৌর সভার উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পৌর এলাকার কুলি শ্রমিক ,দর্জি শ্রমিক,সিএনজি শ্রমিক ও মুচি নিম্ন আয়ের ২ শত মানুষের মাঝে ২ শত প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন গতকাল এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী,পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা উপস্থিত ছিলেন। 

বিতরণ কৃত খাদ্য দ্রব্যের মধ্যে রয়েছে ১০ কেজি চাল,৩ কেজি আলু ও একটি সাবান।জিআরের বরাদ্দ থেকে এসব বিতরণ করা হয়।