Home » » করোনায় আক্রান্ত শিক্ষিক’র সুস্হতার জন্য ছাত্রী’র প্রার্থনা

করোনায় আক্রান্ত শিক্ষিক’র সুস্হতার জন্য ছাত্রী’র প্রার্থনা

চিলাহাটি ওয়েব ডটকম : 30 April, 2020 | 7:37:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য " দিনাজপুরের ঘোড়াঘাটের দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (প্রাক-প্রাথমিক) সহকারী শিক্ষিকা উম্মে হানি বিনতে আলী (২৫) করোনায় ভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ শুনার পর ওই বিদ্যালয়ের শিশু শ্রেণির (প্রাক-প্রাথমিক) ছাত্রী মৃত্তিকা মোহন্ত মৌন (৫) কাঁদতে থাকে।
বুধবার সারারাত ঠিকমত ঘুমায়নি সে। বার বার, বাবা-মা কে কেঁদে কেঁদে বলছে আমার প্রিয় ম্যাডাম ভালো হবে, সুস্হ হয়ে আমাদের ক্লাসে এসে বাংলা,ইংরেজি,অংক শিখাবে।
আজ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে ম্যাডাম উম্মে হানির সুস্হতার জন্য মহান সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করে মৃত্তিকা মোহন্ত মৌন।