মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের নির্দেশে উপজেলার
বিভিন্ন হাট-বাজারের ইজারদার প্রত্যহ ও সাপ্তাহিক হাট-বাজারে সামাজিক দুরত্ব
বজায় রাখার জন্য কাঁচা মালামালের দোকান স্হানান্তর করেছে।
রানীগঞ্জ বাজার
হাট, রানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মাঠ,ঘোড়াঘাট বাগেরহাট ফুটবল খেলার মাঠ,
ওসমানপুর হাট, ঘোড়াঘাট সরকারি কলেজ মাঠ, ডুগডুগী হাট,পুড়ইল ডুগডুগী কলেজ মাঠে
কাঁচা মালামালের দোকান বসানো হয়েছে।
আজ (মঙ্গল বার) উপজেলা নির্বাহী অফিসার
ওয়াহিদা খানম, স্হানান্তর কাঁচা মালামালের দোকানগুলো মনিটরিং করেন।কোন
ব্যাবসায়ী করোনা ভাইরাসের অজুহাতে বা পবিত্র রমজানে মাসে পেঁয়াজ, ডাল,
রসুন,ডিম,দুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি না করতে পারে সেই
লক্ষে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র অধিক মূল্যে
বিক্রি করলেই আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে জানালেন উপজেলা নির্বাহী অফিসার
ওয়াহিদা খানম।