Home » » ডোমারে গরুর বাছুর বাঁচাতে প্রান গেল কৃষকের

ডোমারে গরুর বাছুর বাঁচাতে প্রান গেল কৃষকের

চিলাহাটি ওয়েব ডটকম : 25 April, 2020 | 10:24:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার ডোমার উপজেলায় ছোট ভাইয়ের সেচ পাম্পের সংযোগ তারে জড়িয়ে থাকা একটি গরুর বাছুঁর বাচাঁতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত ওবায়দুল উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী ইউনিয়নের নয়াবাড়ী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ও সেচ পাম্প মালিক আবদুল আউয়ালের বড় ভাই।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় ওবায়দুল বাড়ীর পাশে বের হয়ে দেখেন পাট ক্ষেতে একটি বাছুঁর মাটিতে ছটফট করছে।
বাছুঁরটিকে উদ্ধার করতে গিয়ে নিজেই ঝড়ে ছিঁড়ে পড়ে থাকা সেচ পাম্পের তারে জড়িয়ে পড়ে। বাছুঁরটির ঘটনাস্থলে মৃত্যু হলেও এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন ঘটনার সতত্য নিশ্চিত করেন।