Home » » ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পিপিই বিতরণ

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পিপিই বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 23 April, 2020 | 7:37:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : ভাইরাস যুদ্ধ জয়ে কোভিড-১৯ প্রতিরোধে জাতির ক্রান্তি লগ্নে সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এখন সবচেয়ে বেশী প্রয়োজন।
বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের চিকিৎসকরাই সম্মুখ সমরে থেকে করোনা মোকাবেলা করছে। তবে (পিপিই) অপ্রতুলতার কারণে আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও তারা চিকিৎসাসেবা দিতে ভয় পাচ্ছেন।
এসব দিক বিবেচনায় মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন চিকিৎসক ও নার্সদের সুরক্ষা পোশাক (পিপিই) বিতরণ করলো।
সম্প্রতি মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন থেকে ভোলান্টিয়ার সুমন হক ও নাছিম চৌধুরী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র প্রধান UH&FPO ডা.ইব্রাহিম এর হাতে এসব পিপিই তুলে দেন।