Home » » আরও ১ জন সনাক্ত : ঠাকুরগাঁও এর ৫ উপজেলায় করোনা পজেটিভ ৮ জন

আরও ১ জন সনাক্ত : ঠাকুরগাঁও এর ৫ উপজেলায় করোনা পজেটিভ ৮ জন

চিলাহাটি ওয়েব ডটকম : 27 April, 2020 | 6:02:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী উপজেলায় নতুন করে একজন করোনা সংক্রমিত রোগী পাওয়া গেছে।
রোববার বিকেলে সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে এ জেলার ৫ উপজেলাতেই করোনা রোগী পাওয়া গেলো। মোট ৫১২ জনের নমুনা পাঠিয়ে ৩৪২ জনের ফলাফলে এ পর্যন্ত ৮ জনের করোনা পজেটিভ সনাক্ত হলো । তবে ইতিমধ্যেই এই ৮ জেেনর ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জািিনয়েছে স্বাস্থ্য বিভাগ।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, উপজেলার ধনতলা ইউনিয়নের লাহিড়ীহাট খাদ্যগুদাম সংলগ্ন ঠুমনিয়া চিমটুপাড়া গ্রামের আক্রান্ত ব্যক্তির বয়স ২৭ এবং তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরী করেন।
যে ৮ জনের করোনা সনাক্ত হলো তারা সবাই ঢাকা বা নারায়নগঞ্জ প্রত্যাগত ৷ সদর, পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গীতে ১ জন করে , রাণীশংকৈলে ২ এবং হরিপুরে ৩ জনসহ জেলায় মোট ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।