Home » » ঠাকুরগাঁওয়ে’র এক হাজতীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঠাকুরগাঁওয়ে’র এক হাজতীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 23 April, 2020 | 6:57:00 PM

মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ে মুক্তার বিল্লাহ ওরফে শান্ত (৪৩) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
জানা যায়, ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজাপ্রাপ্ত শান্ত গত ১৯ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পরে। পরে তাৎক্ষনিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সকালে সে মারা যায়। মুক্তার বিল্লাহ ওরফে শান্ত সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর মোল্লার মোড় এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে।