Home » , » চিলাহাটির সীমান্ত এলাকায় খাদ্য সামগ্রী সহায়তা দেন বিজিবি

চিলাহাটির সীমান্ত এলাকায় খাদ্য সামগ্রী সহায়তা দেন বিজিবি

চিলাহাটি ওয়েব ডটকম : 27 April, 2020 | 5:51:00 PM

জুয়েল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির বিভিন্ন সীমান্তে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের হাতে খাদ্য দ্রব্য সামগ্রী সহায়তা দেন।
আজ সোমবার দুপুরে চিলাহাটি সদর বিওপি এলাকায় ১৪০ জন, ডাঙ্গাপাড়া বিওপি এলাকায় ৭৫ জন, ভোগডাবুড়ী বিওপি এলাকায় ৪০ জন, নামাজীপাড়া বিওপি এলাকায় ৫৫ জন ও কেতকীবাড়ী বিওপি এলাকায় ৭৫ জন সাধারন কর্মহীন অসহায় মানুষের হাতে খাদ্য দ্রব্য সামগ্রী প্রত্যেকের হাতে তুলে দেন।
ত্রাণ বিতরণ করেন ৫৬ বিজিবি’র উপ- অধিনায়ক মেজর হুমায়ুন কবীর ও চিলাহাটি হেড কোয়াটারের সুবেদার নুরুল আমিন। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।