Home » » ঘোড়াঘাট থানা পুলিশের সহযোগিতায় শ্রমিক প্রেরণ

ঘোড়াঘাট থানা পুলিশের সহযোগিতায় শ্রমিক প্রেরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 23 April, 2020 | 6:39:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের সহযোগিতায় ঘোড়াঘাট উপজেলা থেকে হাওড় অঞ্চলে ধান কর্তনের জন্য শ্রমিক প্রেরণ করা হয়েছে। আজ স্বাস্হ্য বিধি ও সামাজিক দুরত্ব নিশ্চিত করে উপজেলা মাঝিয়ান বলাহার, সহ কয়েকটি গ্রামের ধান কর্তনের শ্রমিক নাটোরের চলন বিল এলাকায় সরকারি খরচে ট্রাক যোগে পাঠানো হয়েছে ।
ওই সব অঞ্চলে শ্রমিক সংকট দেখা দেওয়ায় দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেনের নির্দেশে ৩৩ জন ইরি -বোরো ধান কর্তনের শ্রমিক প্রেরণ করা হয়েছে।
শ্রমিক প্রেরণের সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (ঘোড়াঘাট -হাকিমপুর) সার্কেল আখিউল ইসলাম, ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম,এস আই রাশেদুজ্জামান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্হিত ছিলেন।