Home » » ঘোড়াঘাটে ইমাম,খতিব ও মোয়াজ্জিমদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

ঘোড়াঘাটে ইমাম,খতিব ও মোয়াজ্জিমদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

চিলাহাটি ওয়েব ডটকম : 29 April, 2020 | 8:03:00 PM

মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটে ১৫০ জন ইমাম,খতিব ও মোয়াজ্জিমদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
ত্রান সহায়তা প্রদান উপলক্ষে উদ্বোধন করেন, প্রধান অতিথি দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম।
এ সময় উপস্হিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ঘোড়াঘাট -হাকিমপুর) সার্কেল আখিউল ইসলাম,থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম।