Home » » ঠাকুরগাঁওয়ে নতুন করে ১ জন করোনায় আক্রান্ত : মোট আক্রান্ত -১৫,সুস্থ -২

ঠাকুরগাঁওয়ে নতুন করে ১ জন করোনায় আক্রান্ত : মোট আক্রান্ত -১৫,সুস্থ -২

চিলাহাটি ওয়েব ডটকম : 28 April, 2020 | 10:40:00 PM

মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ে হরিপুরের আজ মঙ্গলবার একজন পুরুষ করোনায় ভাইরাসে আক্রান্ত বলে সনাক্ত হয়েছে । তিনি নারায়ণগঞ্জ থেকে কয়েকদিন আগে ঠাকুরগাঁওয়ে এসেছেন।
এছাড়া ২৪ ঘন্টায় জেলা থেকে ৩৫ জনের নতুন নমুনা পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সন্ধায় সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এর সত্যতা নিশ্চিত করেন ।
এনিয়ে জেলায় মোট আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ১৫ জন। এর মধ্যে পীরগঞ্জের একজন ও হরিপুরের একজন মোট ২ জন সুস্থ হয়েছে। এপর্যন্ত কেও মৃত্যু বরণ করে নাই।
এছাড়াও রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত। এর মধ্যে লালালমনিরহাট আদিতমারী ১, কুড়িগ্রাম সদর ১, নীলফামারী কিশোরগঞ্জ ১, গাইবান্ধা পলাশবাড়ী ১ ও ঠাকুরগাও হরিপুর ১ জন সনাক্ত হয়েছে।