Home » » ঘোড়াঘাটে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

ঘোড়াঘাটে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 29 April, 2020 | 7:56:00 PM

মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ঘোড়াঘাটে করোনা ভাইরাসে কর্মহীন, অসহায়, শ্রমিক, ভ্যান চালক, হত দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার উপজেলার ডুগডুগী হাটের বিশিষ্ট ব্যাবসায়ী ওহাব মোল্লা নিজ অর্থায়নে পালশা ইউনিয়নের শ্রমিক, ভ্যান চালক, দুস্হ , হত দরিদ্র ২৫০ জন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় পালশা ইউনিয়নের চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান, ডুগডুগী পুরইল কলেজের অধ্যক্ষ এহসানুল হক পলাশ, ঘোড়াঘাট থানা এস আই তরিকুল ইসলাম , পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ,প্রাক্তন মেম্বর আজিজার রহমান উপস্হিত ছিলেন।