Home » » ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর সচেতনতামূলক প্রচারনা ও ত্রাণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর সচেতনতামূলক প্রচারনা ও ত্রাণ বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 22 April, 2020 | 8:07:00 PM

মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ে সেনাবাহীনীর পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারনা, রাস্তায় জীবনুনাশক স্প্রে ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আজ বুধবার সদর উপজেলাসহ পৌর শহরের বিভিন্ন রাস্তায় জীবাণুনাশক স্প্রে, সচেতনতামূলক প্রচারণা ও প্রকৃত কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ২২২ পদাধিক বিগ্রেডের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল বখতিয়ার উদ্দীনের প্রত্যক্ষ নির্দেশনায় সদর উপজেলার গড়েয়াসহ বিভিন্ন স্থানে প্রকৃত কর্মহীন ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন কাওসার।
এ সময় উক্ত এলাকাগুলোতে জনসাধারণের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হয়। এছাড়াও পৌর শহরের বিভিন্ন রাস্তায় জীবানুনাশক স্প্রে করা হয়। সদর উপজেলার বিভিন্ন স্থানে এবং পৌর শহরের বিভিন্ন স্থানে প্রকৃত অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে সেনবাহিনী।